অবশেষে প্রকাশিত হলো ৪৬তম বিসিএসের আসনবিন্যাস

বিভিন্ন জল্পনা কল্পনার মধ্য প্রকাশিত হলো ৪৬তম বিসিএস পরিক্ষার আসনবিন্যাস। গত ২৩ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর অফিসিয়াল ওয়েবসাইটে ৪৬তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ করেন কর্তৃপক্ষ।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল, ২০২৪ তারিখ শুক্রবার। মঙ্গলবার প্রকাশিত উক্ত নোটিশে এই তথ্য জানানো।

46-bcs-seat-plan

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএসের ২০০ মার্কের প্রিলি পরিক্ষা। পরিক্ষা শুরু হবে সকাল সকাল ১০টায় কিন্তু পরিক্ষার্থীদের ৯ঃ৩০টার মধ্যে আসন গ্রহন করতে হবে। এরপর পরীক্ষাকেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হবে এবং আর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। পরিক্ষা শেষ হবে দুপুর ১২টায়।

৪৬তম বিসিএসে মোট ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে যা ৩ হাজার ১৪০জন। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।

আরো পড়ুন: ফরম পূরণের সময় বাড়লো আলিম পরীক্ষার, ফি সম্পর্কে জানুন বিস্তারিত

এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

46-bcs-seat-plan
46-bcs-seat-plan
46-bcs-seat-plan
46-bcs-seat-plan
46-bcs-seat-plan
46-bcs-seat-plan
46-bcs-seat-plan
46-bcs-seat-plan
46-bcs-seat-plan
46-bcs-seat-plan

Leave a Comment