আগামীকাল রবিবার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান

তীব্র গরমে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়া  এবং শিক্ষকসহ কয়েকজনের মৃত্যুর ঘটনায় গত সোমবার হাইকোর্টের আদেশে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত ২ মে, ২০২৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকে। 

educational-news-04052024

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের দীর্ঘ ছুটি এবং প্রচন্ড তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষে আগামীকাল বরিবার থেকে আবার শ্ৰেণী কার্যক্রম শুরু হতে যাচ্ছে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ।

আরো পড়ুনঃ ২৮ এপ্রিল থেকে খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও ক্লাসে হবে?

আজ শনিবার (০৪ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত পালন সাপেক্ষে আগামীকাল (বরিবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত হলো, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ থাকবে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় এমন শ্ৰেণী কার্যক্রম সীমিত থাকবে। 

Leave a Comment