আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা | গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪

দেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ইতিমধ্যেই  এ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং ফলাফল প্রকাশিত হয়েছে।

আগামীকাল ৩ মে, শুক্রবার গুচ্ছের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা  শুরুর ১ ঘন্টা আগে উপস্থিত হতে হবে।  এবছর বি ইউনিটে মানবিক বিভাগ থেকে মোট ৯৪ হাজার ৯৩১ পরীক্ষার্থী আবেদন করেছেন। 

gst-b-unit-admission-test-notice

ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে  সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই  গুচ্ছভুক্ত যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য এবারের গুচ্ছের পরীক্ষা দেশের চতুর্থ গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষা। 

আরো পড়ুন: অবশেষে প্রকাশিত হলো ৪৬তম বিসিএসের আসনবিন্যাস

দেশে বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহে ভর্তি পরীক্ষাথীদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য মো. আনোয়ার হোসেন। তিনি গুচ্ছভুক্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান বলেন, “ভর্তি পরীক্ষার্থীদের সুরক্ষায় আপনারা পরীক্ষাকেন্দ্রগুলোয় পর্যাপ্ত সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা রাখবেন।”

গুচ্ছ ভর্তি পরীক্ষার সব তথ্য জানতে এখানে ক্লিক করুন

Leave a Comment